আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালেবান সরকার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এ প্রতিক্রিয়া জানান।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত রবিবার এক বিবৃতিতে বলেন, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনও চুক্তি করা সম্ভব নয়। আমাদের এর কোনও প্রয়োজন নেই।”
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে আফগানিস্তানের সঙ্গে “খারাপ কিছু” ঘটবে। সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
২০০১ সালের ৯/১১ হামলার পর আফগানিস্তানে যুদ্ধে যুক্ত হওয়ার শুরুতে বাগরাম ঘাঁটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করলে ঘাঁটিটি তালেবানের দখলে যায়।
আফগান সরকারের বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে জানায়, চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকেই পালন করতে হবে।
বাগরাম ঘাঁটি এক সময় ছিল তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার প্রধান ঘাঁটি। ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার পর কয়েক সপ্তাহের মধ্যেই আফগান সেনারা ভেঙে পড়ে এবং তালেবান ফের ক্ষমতায় আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।