জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ি সদরে রাবার বাগান থেকে ফুটফুটে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা সদরের ২নং প্রকল্প গ্রামের রাবার বাগানের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী দীনেশ ত্রিপুরা জানান, সকালে কাজে বের হয়ে স্থানীয়রা রাবার বাগানের পাশে সড়কে চাদরে মোড়ানো অবস্থায় শিশুকে দেখতে পায়। বিষয়টি গ্রামে জানাজানি হলে অনেকে দেখতে আসেন। উদ্ধারের পর শিশুটি সুস্থ আছে। স্থানীয় নারীরা তার দেখভাল করছে।
ভাইবোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা জানান, সকালে ৮নং ওয়ার্ডের ২নং প্রকল্প পাড়া গ্রামে এক নবজাতককে পাওয়া গেছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে শিশুটি বেলতলী পাড়ায় আছে বলে শুনেছি। কয়েকটি পরিবার শিশুকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, গেল এপ্রিল মাসে খাগড়াছড়ি শহরের ব্রিজ এলাকার পাবলিক টয়লেটের সামনে থেকে মৃত এক নবজাতক ও তার কয়েকমাস আগে মধুপুর এলাকার খাল থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।