জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের চিতলমারী উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মঙ্গলবার তিন বর্গাচাষীর ধান কেটে দিয়েছেন। কাটা ধান তারা চাষীদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে এই বোরো ধান কেটে দেয়া হয়েছে। এ কথা জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ। তিনি আরো জানান, ছাত্রলীগের ১১৫ জনের দল এই ধান কেটেছে।
সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের ভবতোষ বাগচী, সুব্রত মণ্ডল ও মাসুম মোল্লার প্রায় সাড়ে তিন বিঘা জমির ধান কাটা হয়।
বর্গাচাষী মাসুম মোল্লা জানান, তিনি যখন ‘পরবাসি’র (ধান কাটার নির্দিষ্ট বহিরাগত লোক) অভাবে জমির ধান কাটতে না পেরে দিশেহারা অবস্থায় ছিলেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা তার এই উপকার করলো।
এদিন সকাল ১০টার দিকে ধান কাটা কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এসএমএ সোয়েল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।