জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্ত ওই যুবক মাদারীপুর জেলার একটি মসজিদে ইমামতি করতেন। গত ৬ দিন আগে তিনি মাদারীপুর থেকে নিজ এলাকা বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন।
কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বুধবার বিকালে আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির।
এদিকে ওই রোগীর বাড়িতে বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও সিভিল সার্জন কে এম হুমাউন কবিরসহ চিলতমারী উপজেলা প্রশাসনের একাদিক কর্মকর্তা যান। তার শারীরীক অবস্থা অনেকটাই ভালো থাকায় বর্তমানে তাকে বাড়িতেই থাকার পরামর্শসহ ওই পরিবারের অন্য সদস্যদের সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি সেখানকার আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে সর্তক করা হয়েছে এবং সরকারি নির্দেশনা মেনেই সব ধরনের সহযোগিতা করার ব্যবস্থা নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।