বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয় এবং দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চালায়।
জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ফলে অফিসের নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আন্দোলনকারীরা কার্যালয়ে প্রবেশের গেট আটকে রেখেছে এবং কাউকে ঢুকতে দিচ্ছে না।
সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল ও আজকের দু’দিনের জন্য আধাবেলা হরতাল প্রত্যাহার করে নতুনভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় ভোগান্তি কমাতে হরতাল কর্মসূচি থেকে সরে এসেছে। তবে আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ সমন্বয়ক এম এ সালাম বলেন, “গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমর্থকেরা অবস্থান ধর্মঘট পালন করেছে। আজও একই কর্মসূচি চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
সর্বদলীয় সম্মিলিত কমিটি নির্বাচন কমিশনের বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে বিভিন্ন হরতাল, অবরোধ ও আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।