বাগেরহাটের চারটি সংসদীয় আসনের পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালে জেলার ১৬টি অভ্যন্তরীণ সড়কে দুরপাল্লাসহ যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাটবাজারের দোকানপাট এবং ছোট যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে সর্বদলীয় কমিটি।
গত বৃহস্পতিবার সর্বদলীয় কমিটি নতুন করে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সোমবারের প্রথমদিন সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। আগামীকাল মঙ্গলবার এবং বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল শিথিল রাখা হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম জানান, এই হরতাল চলাকালে অফিস-আদালত বন্ধ থাকবে। তবে হাটবাজারের দোকানপাট এবং ছোট যানবাহন চালু থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি ভেঙে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন চালাচ্ছে।
টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ২ জন আটক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।