বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। জেলা জুড়ে সব রাজনৈতিক দল সমন্বয়ে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল শুরু হয় বুধবার ভোর ৬টা থেকে এবং চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালের কারণে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও যান চলাচল থেমে গেছে। সর্বদলীয় সম্মিলিত কমিটি সব অফিস ও আদালতে কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
ব্যবসায়ীরা হরতালের সমর্থনে হাটবাজার ও দোকানপাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আসন পুনর্বহালের দাবিতে একের পর এক কর্মসূচি চালানো হলেও স্থানীয় প্রশাসনের নীতিহীনতা চোখে পড়ছে।
এর আগে, রোববার বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন সর্বদলীয় নেতারা। হরতালের এই পদক্ষেপ রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।