Advertisement
জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট এলাকায় সোমবার সকালে স্থানীয়দের সহযোগীতায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
ধারণা করা হচ্ছে ঘুর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে হরিণটি কোনো পার্ক থেকে ছুটে ওই এলাকায় আসে।
জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, একটি হরিণকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হরিণটিকে উদ্ধার করে।
এদিকে, বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ ওই হরিণটিকে তাদের বলে দাবি করেছে।
বৈধ কাগজপত্র পেলে মালিকের কাছে হরিণটি হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার পংকজ রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।