Advertisement
জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে সোমবার রাতে ৪৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১টার দিকে মোংলা উপজেলার মোংলা নদীর পাড়ে বাগেরহাট জেটি এলাকা থেকে ওই চাল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজনের একদল কালোবাজারি নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ১৬টি বস্তায় ওই চাল ছিল।
ওসি আরও জানান, কালোবাজারিরা ট্রলারযোগে ওই সরকারি চাল মোংলায় আনে বলে ধারণা করা হচ্ছে। ট্রলার থেকে ওই চাল নদীর পাড়ে তোলার পর ট্রলার দ্রুত চলে যায়। উদ্ধার করা চাল থানায় রাখা হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।