মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল র্যাব-৮ এবং সুন্দরবন পূর্ব বিভাগ শরণখোলার বাসস্ট্যান্ডসংলগ্ন জলিলের ব্রিজ এলাকায় যৌথ অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ গাউসকে আটক করে। গাউস শরণখোলার দক্ষিণ সাউথখালী গ্রামের রশিদ ফকিরের ছেলে। উদ্ধার করা বাঘের চামড়াটির দৈর্ঘ্য আট ফুট এক ইঞ্চি এবং প্রস্থ তিন ফুট এক ইঞ্চি বলে বন বিভাগ জানায়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, তাঁরা সোর্সের মাধ্যমে ক্রেতা সেজে ওই চামড়া কেনার জন্য দরদাম করেন। চামড়া দেওয়ার জন্য গাউস নির্দিষ্ট জায়গায় পৌঁছালে সুন্দরবন বিভাগ এবং বরিশাল র্যাব-৮ বাঘের চামড়াসহ শিকারি গাউস ফকিরকে আটক করে। তিনি পেশাদার শিকারিচক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।