বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ২৬ জনকে জরিমানা

জুমবাংলা ডেস্ক: বাগেরহাট জেলায় আজ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি না মানায় ২৬ জনকে মোট নয়হাজার নয়শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহারুল ইসলাম ও রেহানা সরকার পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহারুল ইসলাম জানান, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। যারা বিনাকারণে বাইরে এসেছেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে।

তিনি জানান, অভিযানকালে দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।