Advertisement
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মীভ’ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ জমির উদ্দিন জানান, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের এ দূরছড়ি বাজারের একটি কামারের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে দোকানের পাশাপাশি বাজারে অবস্থিত রবির মোবাইল টাওয়ার ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।