Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘা থানার পাঁচ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তরা হলেন- বাঘা থানার এসআই আমিনুল ইসলাম, কামরুজ্জামান, আতাউর রহমান, নেজাম উদ্দিন ও এএসআই লাভলু মিঞা।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরীক্ষা শেষে ৫ জনের করোনার পজিটিভ ফল এসেছে।
বর্তমানে ৫ পুলিশ কর্মকর্তা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, ৬ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে।
উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ৬২ জন। চিকিৎসাধীন ৫৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।