রাখির চাচী মধু দেবী জানান, ‘ঝোপের আড়াল থেকে বাঘটি রাখি ও তার ভাইয়ের উপর ঝাপিয়ে পড়ে। কিন্তু পালিয়ে যায়নি রাখি। মাটিতে ভাইকে শুইয়ে, তার উপর শুয়ে ভাইকে আগলে রাখে। রাখি ও ভাইয়ের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। এতে ভয় পেয়ে পালিয়ে যায় বাঘটি। দ্রুত গুরুতর আহত অবস্থায় রাখিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া। শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হতে থাকলে তাকে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরকরা হয়।’
কিশোরীকে রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পাউরির জেলাশাসক ডিএস গারবাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।