যশ দাশগুপ্ত-নুসরাত জাহানের ছবি ‘আড়ি’ আসছে মা-ছেলের গল্প নিয়ে। এই ছবির ট্রেলার মুক্তির দিন উপস্থিত ছিলেন অভিনেত্রী নিজেও। সেখানে ছবির গল্প প্রসঙ্গে নিজের মাতৃত্ব নিয়েও কথা বলেন নুসরাত।
নুসরাত বলেন, ‘এই ছবি যশ তার মাকে উৎসর্গ করছে। আমি আমার বাবা-মাকে উৎসর্গ করছি। আমার স্থির ধারণা দর্শকেরা এই ছবি দেখে তারাও নিজের অভিভাবকদের কথাই ভাববেন।’
এই ছবির বিষয় থেকেই প্রশ্ন, নুসরাত নিজেও একজন মা, বাড়িতে কার রাজত্ব চলে? উত্তরে এক নুসরত বললেন, ‘দেখ ছেলে এখন খুবই ছোট, তবে ওই ‘রুল’ করে। দুষ্টুমি করলে বকাও খায়! আমি সারাদিন কাজের মাঝেই ওর খোঁজ খবর নিয়ে থাকি।’
নুসরাত বলেন, ‘আমিও হয়তো অন্য বাঙালি মায়ের মতোই হয়ে যাব দেখ। আসলে বাঙালি মায়ের কাছে বাচ্চারা বড় হতেই চায় না। সেই ছোট্টটাই থেকে যায়। আগলে-আগলে রাখে।’
‘আড়ি’র ট্রেলার দেখে দর্শকদের থেকে ভালো সাড়া মিলছে বলে জানিয়েছেন অভিনেত্রী। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে। নুসরাত আশা করছেন দর্শকদের মন জয় করতে পারবে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।