নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাজারের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারামারি, মোটরসাইকেলে আগুন ও দোকানপাট ভাংচুরে ঘটনাও ঘটেছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনায়ল সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, দু’পক্ষ পৃথক অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এর আগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজারে এঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, মানিক (৫৫), নূরুল আমীন (৪৩), আলফাতুন (৩৮), আফতাব উদ্দিন (৪৮), অপর পক্ষের সাব্বির (২৫), সুহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন শাকিল (২৬)। এ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, ১নং সিএন্ডবি বাজারের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। পূর্ব বিরোধের কারণে মঙ্গলবার রাত আটটার দিকে বাজারে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের বেশ কজন আহত হয়। পুড়িয়ে দেয়া হয় দুইটি মোটরসাইকেল। ভাংচুর করা হয় দুটি মোটরসাইকেল।
আফতাব উদ্দিন অভিযোগ করে বলেন, শাকিলের সাথে ১নং সিএন্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। এর প্রতিবাদ করায় আজমল হোসেন শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমাদের চার জনকে কোপিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।
আজমল হোসেন শাকিল বলেন, আমি ১নং সিএন্ডবি বাজারের বৈধ ইজারাদার। অভিযুক্তরা আমার ইজারার কাজে বাধা দিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। পূর্ব বিরোধের কারণে মঙ্গলবার রাত আটার দিকে মানিক গং আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা আমাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুত্বর আহত করে। ৬টি দোকান ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কের উপর ফেলে দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।