বাজারে অলিভ অয়েল কফি আনছে স্টারবাকস
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে অলিভ অয়েল মিশ্রিত কফি আনতে যাচ্ছে স্টারবাকস। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানির শীর্ষ নির্বাহী হাওয়ার্ড শুলজ। খবর বিবিসি।
ইতালির পানীয় বাজারে শক্তিশালী অবস্থান তৈরিতে হিমশিম খাচ্ছিল বিশ্বের বৃহত্তম কফি চেইনটি। স্থানীয় বাজারের চাহিদা মাথায় রেখে এবার অলিভ অয়েল কফি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি।
ইতালিতে সাধারণত পারিবারিকভাবে পরিচালিত কফি চেইনের ভালো অবস্থান রয়েছে। দেশটিতে ২০টির মতো স্টোর থাকলেও তেমন অবস্থান করতে পারেনি কফি চেইনটি।
অলিভ অয়েল ফ্লেভারের কফি আনতে পেরে বেশ আনন্দিত শুলজ। কোম্পানি ওয়েবসাইট স্টারবাকস সিইও জানান, গত ৪০ বছরে আমি এমন কোন মুহূর্ত মনে করতে পারছি না যখন এর চেয়ে বেশি উল্লসিত ছিলাম। এখন, আমরা এমন প্রশ্নের মুখোমুখি হবো-সত্যিই কফিতে অলিভ অয়েল?
গত বছর টিকটকের ট্রেন্ডিং ভিডিওতে জায়গা নিয়েছিল ‘ড্রিংক অলিভ অয়েল’। সমর্থকরা বলছিল, অলিভ অয়েলের প্রদাহরোধী গুণ রয়েছে।
২০১৮ সালে স্টারবাকস যখন ইতালিতে প্রথম স্টোর চালু করে তখন কিছু ইতালিয়ান এটা বয়কটের ঘোষণা দিয়েছিল। তখন সিইও আশ্বস্থ করেছিল, কীভাবে কফি বানাতে হয়, ইতালিয়ানদের তা শেখাতে আসিনি। বিনয় ও শ্রদ্ধার সঙ্গে এসেছি আমরা যা শিখেছি তা শেয়ার করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।