বাজারে আসছে ফাইভজি ল্যাপটপ, পাওয়া যাবে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাও

গ্যালাক্সি বুক গো

বাজারে আসছে ফাইভজি ল্যাপটপ, পাওয়া যাবে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গ্যালাক্সি বুক গো সিরিজের নতুন মডেল গ্যালাক্সি বুক২ গো ফাইভজি ল্যাপটপ বাজারে নিয়ে আসছে স্যামসাং। নতুন এই ল্যাটটপে ফাইভজি সংযোগের সাথে ‌‘বেস্ট-ইন-ক্লাস’ মোবাইলের অভিজ্ঞতাও পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি বুক২ গো ফাইভজি ল্যাপটপে রয়েছে ডুয়েল সিম (ই-সিম+ফিজিক্যাল সিম) কানেক্টিভিটি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১১ হোম এডিশন।

রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি টিএফটি আইপিএস ডিসপ্লে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭সি প্লাস জেন ৩ চিপসেট। যার সঙ্গে কোয়ালকম অ্যাড্রেনো জিপিইউ-টি যুক্ত থাকবে। ৮ জিবি র‍্যামের সাথে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ।
গ্যালাক্সি বুক গো
আরও রয়েছে এইচডি ওয়েবক্যাম। কানেক্টিভিটি সুবিধায় রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ, ৫জি ইএনডিসি এবং দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

৪৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারসহ পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪২.৩ ওয়াটআওয়ারের ব্যাটারি। ডিভাইসটির ওজন ১.৪৪ কিলোগ্রাম।

জানুয়ারির শেষ দিকে ল্যাপটপটি বাজারে আসবে। সিলভার কালারের ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার টাকা।

স্মার্টফোন চার্জ দেওয়ার আগে ভুলেও যে কাজ করবেন না