Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের পেছনে ছয়টি ক্যামেরা দেখলে যে কেউ চমকে যেতে পারেন! শুধু চমক দিতে নয়, বাস্তবেই কার্যকর সর্বাধিক ক্যামেরার ফোন বাজারে আনছে সনি। ডিভাইসটির একটি স্থিরচিত্র সম্প্রতি ফাঁস হয়েছে।
গ্যাজেট নাউ-এর এক প্রতিবেদনে বলা হয়, ২.৪ অ্যাপারচার ও ২০ মেগাপিক্সেল সেন্সর, ২.৪ অ্যাপারচার এবং ৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ভেরিয়েবল অ্যাপারচার ও ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ও ০.৪-এর পরিবর্তনশীল অ্যাপারচার এবং ১২ মেগাপিক্সেল সেন্সরের কামেরা থাকতে পারে ফোনটিতে।
জানা যায়, সনির নতুন ডিভাইসটির মডেল পরিবর্তনও হতে পারে। ফোনটির সামনে থাকবে ০.৩ মেগাপিক্সেল টিওএফ সেন্সর এবং ১০ মেগাপিক্সেল সেন্সরসহ দুটি ক্যামেরা।
ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।