বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে Google Pixel 8 সিরিজ উন্মুক্ত হলো বাজারে। নতুন এই লাইন আপের মাধ্যমে গুগল একাধিক স্ট্যাবল ফিচার সংযুক্ত করেছে। তবে এই স্মার্টফোনের সেরা ফিচার এর হার্ডওয়ার নয়। অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই। পিক্সেল ৮ সিরিজে ব্যবহারকারীরা পাবেন ৭ বছরের গ্যারান্টিড আপডেট।
অর্থাৎ আগামী সাত বছর ব্যবহারকারীরা নিশ্চিতভাবেই পাবেন সিকিউরিটি প্যাচ আপডেট এবং ওএস আপডেট। এর আগে অন্য কোনো স্মার্টফোন কোম্পানিই আপডেটে এত সাপোর্ট দেখায়নি। তাই বিষয়টি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড় বিষয় তো বটেই। অ্যান্ড্রয়েডের জন্য বিষয়টি আরও জরুরি। ওএসে কয়েক বছরের মধ্যেই ব্যবহারযোগ্যতা হ্রাস পায়।
প্রায় হাজার বা ১৭০০ ডলারের ফোন কিনেও এত কম সাপোর্ট দুঃখজনক। ফ্ল্যাগশিপ হলেও অনেকে তা কয়েক বছর ব্যবহারের চিন্তা করেন। গুগলের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন ফেয়ারফোন। এই ফোন পাঁচ বছরের আপডেট অফার করে।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।