বাজারে আসছে OnePlus 11R 5G, একসাথে পাঁচ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আনছে ওয়ানপ্লাস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দুর্ধর্ষ ক্যামেরা, হাইফাই প্রসেসর এবং স্টোরেজের পাশাপাশি ক্লাসিক লুক, দীর্ঘদিন ধরেই মোবাইলের বাজার ধরে রেখেছ OnePlus। বহুদিন হাইফাই ফোনের জন্যই বেশি বিখ্যাত ছিল সংস্থাটি। পরে অবশ্য মধ্যবিত্তের পকেট ধরতেও বাজারে নামে তারা। এবার একসঙ্গে একগুচ্ছ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে OnePlus। 7 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কাল সেই সমস্ত প্রোডাক্ট লঞ্চের জন্য ভারতের দিল্লিতে একটি ইভেন্টেরও আয়োজন করেছে চীনা এই সংস্থাটি। সেই Cloud 11 ইভেন্টে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট লঞ্চ হওয়ার কথা।
শুরু থেকেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রোজই সামনে আসছে কোনও না কোনও প্রোডাক্টের চমক। আগামীকাল মঞ্চ কাঁপানো প্রোডাক্টের তালিকায় রয়েছে স্মার্টটিভি থেকে দু-দু’টি নতুন ফোন, ইয়ারবাড ছাড়াও অনেক কিছু। এই প্রথমবার ট্যাবলেটের দুনিয়ায় পা রাখতে চলেছে OnePlus। আগামীকাল ওই ইভেন্টেই প্রথমবার সামনে আসার কথা ট্যাবলটটির। সব কটি প্রোডাক্টেই ব্যবহার করা হয়েছে নতুন প্রসেসর, এমনকী ক্যামেরাতেও রয়েছে চমক। ইতিমধ্যেই তার একটু আধটু ঝলক দেখতে পেয়ে গিয়েছি আমরা সোশ্যাল মিডিয়ায়। আর কী কী আসছে? কী তার স্পেশিফিকেশন ও ফিচার। আপনার জন্য
oneplus-11-5g
Cloud 11 ইভেন্টে যে সমস্ত চমক আনতে চলেছে তার মধ্যে অন্যতম OnePlus 11 5G। শুধু ভারতেই নয়, গ্লোবালি লঞ্চ হতে চলেছে ফোনটি। মোট দুটি কালারে প্রিমিয়ামে লুক নিয়ে আসছে ফোনটি। তার মঝ্যে একটি টাইটান ব্ল্যাক, অন্যটি Eternal Green। দুটি RAM মডেলের সঙ্গে দেশে আসছে ফোন দুটি। একটি 8GB ও একটি 16GB। 8GB মডেলটির সঙ্গে পাবেন 128GB ইন্টারনাল মেমরি। 16GB-র সঙ্গে পাচ্ছেন 256GB ইন্টারনাল মেমরি। ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়ে গিয়েছে ফোনটি। এর সঙ্গে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসর। রয়েছে 6.7-inch QHD+ Samsung LTPO 3.0 AMOLED ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। 50MP Sony IMX890 primary sensor যুক্ত Hasselblad-branded ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, তার সঙ্গে রয়েছে f/1.8 lens and optical image stabilisation (OIS) support। f/2.2 lens-যুক্ত 48MP Sony IMX58 ultra-wide angle sensor তো থাকছেই, তার সঙ্গে থাকছে 32MP portrait sensor। 100W superVOOV ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ থাকবে 5000mAh ডুয়াল ব্যাটারি। ফলে বুঝতেই পারছেন, ব্যাটারি নিয়ে চিন্তা করার প্রয়োজনই হবে না ইউজারদের।
আগামীকাল ওই ইভেন্টে লঞ্চ হচ্ছে OnePlus-এর আর একটি ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11R 5G। 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-inch OLED display থাকছে এই ফোনে। তবে তা ব্যবহারের উপর নির্ভর করে 40Hz, 45Hz, 60Hz, 90Hz এবং 120Hz রিফ্রোশ রেটের মধ্যে যাতায়াত করতে পারবে। ফলে ব্যাটারি খরচ অনেকটাই বাঁচবে বলে মনে করা হচ্ছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মোবাইলটিতে। Snapdragon 8+ Gen 1 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এই ফোনটিতেও রয়েছে 5000mAh ক্যাপাসিটির ব্যাটারি। তার সঙ্গে রয়েছেন 100W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। OnePlus 11 5G-র মতোই ক্যামেরা মডিউল রয়েছে এই ফোনটিতেও। তবে সেন্সরগুলি আলাদা। Hasselblad-র বদলে 50MP Sony IMX890 main camera ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এই ফোনটিতেও রয়েছে বিভিন্ন রকমের ভেরিয়েন্ট কেনার সুযোগ। স্টোরেজের প্রয়োজন বুঝে বেছে নিন 8GB ও 16GB RAm-এর ভেরিয়েন্ট।
oneplus-buds-pro-2
৭ তারিখ দিল্লিতে Cloud 11 ইভেন্টে লঞ্চ হতে চলেছে OnePlus-এর একটি ইয়ারবাডও। অবশ্য OnePlus Buds Pro 2 নামে ওই ইয়ারবাডটি আগেই লঞ্চ হয়ে গিয়েছে চীনে। এবার এদেশের পালা। নয়েজ ক্যানসেলিংয়ের সুবিধা, Dolby Atmos spatial audio এবং Dynaudio দ্বারা sound tuning-এর সমস্ত সুবিধাই রয়েছে ফোনটিতে। গত বছর Buds Pro নিয়ে বাজারে এসেছিল OnePlus। নতুন ইয়ারবাডের ডিজাইনেও তার চেয়ে বড় কোনও পার্থক্য নেই। 5.3 ব্লুটুথ সাপোর্ট রয়েছে এতে, তার সঙ্গে রয়েছে তিনটি মাইক্রোফোন। ANC off থাকলে 39 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। তাছাড়া USB C দিয়ে চার্জ দেওয়া যাবে কেসটি। তাছাড়া যে কোনও রকম Qi চার্জার দিয়ে ওয়্যারলেস চর্জেরও সুবিধা রয়েছে। ব্ল্যাক এবং গ্রিন- এই দুই রঙে মিলবে এই ইয়ারবাড।
oneplus-tv-65-q2-pro
7 তারিখ Cloud 11 মঞ্চে লঞ্চ হতে চলেছে OnePlus-এর একটি স্মার্টটিভিও। 2019 সালে প্রথমবার প্রিমিয়াম Q সিরিজের টিভি বাজারে আনে OnePlus। OnePlus TV Q1 এবং Q1 Pro-র পরে এবার আসছে Q2 Pro। সুপিরিয়র হার্ডওয়ার ও সফটওয়্যার ফিচারের সঙ্গে আসছে OnePlus-এর এই ফ্ল্যাগশিপ টিভিটি। bezel-less ডিজাইন, Dynaudio-tuned speakers তো থাকছেই, তার সঙ্গে 4K resolution ও 120Hz refresh rate-র সঙ্গে আসছে 65 ইঞ্চির ওই টিভি। 3GB RAM এবং 32GB স্টোরেজ থাকছে তাতে। HDR10+ and Dolby Vision support-এর ওই স্মার্টটিভির রিমোটে থাকছে Netflix, Disney+ Hotstar, Prime Video-র মতো OTT প্ল্যাটফর্মের hotkeys। সব মিলিয়ে ইউজার পাবেন টিভি দেখার প্রিমিয়াম অভিজ্ঞতা।
oneplus-pad
এই প্রথম বারট্যাবলেটের জগতে পা রাখতে চলেছে OnePlus। ফলে স্বাভাবিক ভাবেই এই প্রোডাক্টটি ঘিরে জল্পনা তুঙ্গে। ম্যাগনেটিক কিবোর্ডের সঙ্গেই থাকছে স্টাইলাস। তার সঙ্গে থাকছে সিঙ্গল রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ। Qualcomm Snapdragon 865 SoC প্রসেসর যুক্ত ট্যাবলেটটিতে থাকেছে 6GB RAM ও 128GB internal storage। বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে মিলবে এই ট্যাব।
সূত্র: এই সময়
টিকটকের চেয়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি, গড়লো নতুন মাইলফলক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।