বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্যামসাং মিড রেঞ্জে তাদের A-সিরিজের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে আপকামিং Samsung Galaxy A36 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি নতুন বছরে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু এর আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি A35 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং সম্পর্কে।
Samsung Galaxy A36 5G এর গীকবেঞ্চ লিস্টিং
বেঞ্চমার্কিং সাইটে স্যামসাঙের আপকামিং ফোনটি SM-A336B মডেল নাম্বার সহ দেখা গেছে। আগের মডেল নাম্বার অনুযায়ী এটি Samsung Galaxy A36 5G স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
এই স্মার্টফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 1060 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 3070 স্কোর পেয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চিপসেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এতে অক্টাকোর CPU রয়েছে। এতে 2.4GHz সহ চার হাই পারফরমেন্স কোর এবং 1.8GHz সহ চার পাওয়ার এফিসিয়েন্ট কোর থাকবে। তবে গ্রাফিক্সের জন্য Adreno 710 GPU দেওয়া হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 বা স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হতে পারে। এই দুটি 5G কানেক্টিভিটি সহ 4nm চিপসেট হবে।
বেঞ্চমার্কিং সাইটে ফোনটি প্রায় 6GB RAM সহ দেখা গেছে, তবে লঞ্চের সময় আরও ভেরিয়েন্ট সহ পেশ করা হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A36 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ কোম্পানি ফোনটি আপকামিং ওয়ান ইউআই 7.0 সহ লঞ্চ করতে পারে।
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A16 5G ফোনটির মতোই আপকামিং ফোনটিতেও 6 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ছাড়াও Samsung Galaxy A36 5G ফোনটিতে সুপার এমোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, হাই রেজোলিউশন স্ক্রিন দেওয়া হতে পারে। ফোনটিতে OIS ফিচারযুক্ত প্রাইমারি সেন্সর, নক্স সিকিউরিটি এবং বিভিন্ন গ্যালাক্সি AI ফিচার থাকতে পারে। আগামী দিনে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A35 5G এর স্পেসিফিকেশন
এই বছর মার্চ মাসে Samsung Galaxy A35 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: গ্যালাক্সি এ35 5জি ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্তটাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনটিতে 8জিবি র্যাম এবং 256জিবি স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য Galaxy A35 5জি ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।
ব্যাটারি: গ্যালাক্সি A35 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
সবচেয়ে পাতলা 3D Curved স্ক্রিন সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল এই স্মার্টফোন
অন্যান্য: Samsung Galaxy A35 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G এবং ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন অপশন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।