বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শাওমি পেকো সিরিজের নতুন ফোন আসছে। মডেল পেকো সি৫১। দুর্দান্ত এই ফোনে থাকছে শক্তিশালী কনফিগারেশন।
পোকো সি৫১ মডেলে একটি ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে মিডিয়া টেক হেলিও জি৩৬ প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৭ জিবি পর্যন্ত র্যাম থাকছে।
পেকো সি৫১ একটি রিব্র্যান্ডেড রেডমি এ২প্লাস মডেল মনে করা হচ্ছে।
pocoপেকোর নতুন এই ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে। এই ফোনে ৪ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৭ জিবি ভার্চুয়াল র্যাম থাকছে।
ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এআই সেকেন্ডারি ক্যামেরা থাকবে।
সিকিউরিটির জন্য ফোনটিতে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।
পেকো সি ৫১ স্মার্টফোনের দাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
সুপারফাস্ট চাজিং ও দারুন ক্যামেরা নিয়ে সস্তায় বাজারে ওয়ানপ্লাসের নতুন ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।