বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসে চীনের বাজারে এসেছিল ওয়ানপ্লাস আরটি ফোন। কিন্তু দক্ষিণ এশিয়ার বাজারে এখনো আসেনি এই মডেলটি। ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস আরটি (OnePlus RT) মোবাইল ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। জানা যাচ্ছে যে এই হ্যান্ডসেট লঞ্চ করতে পারে ১৬ ডিসেম্বর। যদিও এই প্রসঙ্গে ওয়ানপ্লাস সংস্থা এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আকর্ষণীয় এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন কি হতে পারে তা জানা গেলেও, ভারতে এই মডেলের দাম কত হবে তা পরিস্কার করে এতদিন জানা যায়নি। তবে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন রিপোর্টে এই OnePlus RT ফোনের সম্ভাব্য দাম প্রকাশ পেয়েছে।এছাড়াও জানা যাচ্ছে যে এই লেটেস্ট স্মার্টফোন মডেলের সাথেই লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে OnePlus ব্র্যান্ডের Buds Z2 অডিও ডিভাইসের।
ভারতে OnePlus RT মডেলের দাম কত হবে তা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে অনলাইনে এই ডিভাইসের সম্ভাব্য দাম সম্পর্কে বেশ কয়েকটি তথ্য প্রকাশ পেয়েছে। এর আগে বেশ কয়েকটি অনলাইন রিপোর্টে বলা হয়েছিল যে ভারতে OnePlus RT ডিভাইসের দাম হতে পারে ৪০,০০০ থেকে ৪৪,০০০ টাকার মধ্যে ।
তবে The Mobile Indian- এর রিপোর্টে বলা হয়েছে ভারতে ওয়ানপ্লাস আরটি ফোনের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের জন্য এই দাম ধার্য করা হয়েছে। অন্য আর একটি সূত্রে আবার শোনা যাচ্ছে যে, ওয়ানপ্লাস কর্তৃপক্ষ তাঁদের নতুন ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চ করতে পারেন ৩৭,৯৯৯ টাকায়। এর পাশাপাশি আবার নতুন করে শোনা গিয়েছে, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়েও নাকি ওয়ানপ্লাস আরটি ফোনের একটি মডেল লঞ্চ হতে পারে। আর সেই মডেলের দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস আরটি (ONEPLUS RT) স্মার্টফোনের স্পেসিফিকেশন-
ওয়ানপ্লাস আরটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৬.৬২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০Hz এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এ ছাড়া এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
ওয়ানপ্লাস আরটি হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস ও ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্টসহ ৬.৬২ ইঞ্চি এমোলেড ডিসপ্লে প্যানেল দেখা যেতে পারে।
ওয়ানপ্লাস আরটি (ONEPLUS RT) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এখানে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এ ছাড়া এই ফোনে ১৬ মেগাপিক্সেলের আইএমএক্স৭৬৬ সেলফি ক্যামেরা সেনসর থাকবে। এ ছাড়া ওয়ানপ্লাস আরটি-এ Qualcomm SM8350 স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। OS সিস্টেম হিসেবে থাকছে Android 11, ColorOS 11.X। ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সঙ্গে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Black, Silver ও Blue এ তিনটি রং-এ পাওয়া যেতে পারি ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।