বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বরে বাজারে আসতে চলেছে iPhone 14 সিরিজের ফোনগুলি। অন্যান্য বছরের মতোই নতুন iPhone লঞ্চ ঘিরে টেক প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। বিগত কয়েক বছরে iPhone -এর ডিজাইনে বড়সড় পরিবর্তন হয়নি। iPhone X -এর পর থেকে Apple -এর সব ফ্ল্যাগশিপ মডেলেই ডিসপ্লের উপরে নচের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। Android দুনিয়ায় সস্তার ফোনেও হোল পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও এতদিন pray sob iPhone মডেলের ডিসপ্লের উপরেই থাকত নচ। তবে এবার সেই ছবি বদলাচ্ছে। চলতি সপ্তাহেই iPhone 14 -এর সম্ভাব্য ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন দেখা গিয়েছে।
সব ঠিক থাকলে 2022 সালের সেপ্টেম্বরে iPhone 14 সিরিজের 4টি নতুন ফোন বাজারে আসছে। iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max মডেলগুলি লঞ্চ হবে। তবে এই বছর কোন iPhone 14 mini মডেল লঞ্চ হবে না।
অনেকেই বলছেন নতুন iPhone 12 ও iPhone 4 -এর মিশ্রণে iPhone 14 ডিজাইন করেছে কুপার্টিনোর কোম্পানিটি।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল iPhone 13 -এর মতোই iPhone 14 সিরিজেই A15 Bionic চিপ ব্যবহার করতে পারে Apple। যদিও নতুন আইফোনের বিষয়ে এখনও মুখ খোলেনি অ্যাপেল।
ছবিতে iPhone 14 এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গিয়েছে। এছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। মনে করা হচ্ছে সেখানে FaceID সেন্সর দিতে পারে Apple। ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। এই ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে।
ছবিতে iPhone 14 -এর পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। যদিও এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে LED ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পিছনে কোম্পানির লোগো দেখা যাবে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের নীচে থাকবে সিম ট্রে।
ছবিতে iPhone 14 -এর নীচে স্পিকার গ্রিল দেখা গিয়েছে। এই ফোনের ডুয়াল স্টিরিও স্পিকার সিস্টেম দিতে পারে Apple। ডিজাইনে আধুনিকতার ছোঁয়া যুক্ত হলেও এই ফোনের স্পেসিফিকেশনে বড়সড় পরিবর্তন হচ্ছে না বলেই খবর।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।