বাজারে উঠেছে আম, কেজি ৩০০ টাকা

জুমবাংলা ডেস্ক: দেশের আম গাছে সবেমাত্র গুটি এসেছে। বাজারে আসতে আরও সময় লাগবে। তবে রমজানে ফলের বাড়তি চাহিদাকে ঘিরে ইতিমধ্যেই হিলির বাজারে উঠেছে কাটিমন জাতের আম। তবে এ এম দেশি জাতের নয়, এটি ভারতীয় জাতের আম। হিলির বাজারে প্রতি কেজি আম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেউ কেউ নতুন ফলের স্বাদ নিতে কিনলেও বেশি দামের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন।

সোমবার (৩ এপ্রিল) সরেজমিন হিলি বাজারের ফলপট্টিতে বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, বাজারের সবকটি ফলের দোকানেই দেশি ও আমদানিকৃত বিভিন্ন ধরনের ফল রয়েছে। শুধুমাত্র একটি মাত্র ফলের দোকানে রয়েছে এম।

হিলি বাজারে ফল কিনতে আসা ইব্রাহিম আলী বলেন, সাধারণত রমজান মাসে ইফতারিতে বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতারি করার চেষ্টা থাকে। তাই বাজারে তরমুজ ও আপেল কিনতে এসেছিলাম। এর মধ্যে ফলের দোকানে নতুন ফল হিসেবে আম দেখতে পেলাম। যেহেতু মৌসুমের প্রথম ও রমজান মাস তাই নতুন ফলের স্বাদ নিতে দাম বেশি হলেও অল্প পরিমাণে নিলাম। তবে দামটা যদি একটু কম হতো হাতের নাগালের মধ্যে থাকতো তাহলে সবাই আমের স্বাদ নিতে পারতো।

অপর ক্রেতা সুজন হোসেন বলেন, বাজারে নতুন ফল আম দেখতে পেয়ে কেনার ইচ্ছা হয়েছিল। কিন্তু দাম শুনে আর কেনার ইচ্ছে নেই। কারণ আমের কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এত টাকা দিয়ে আম কিনে খাওয়ার মত সামর্থ্য নেই।

বিক্রেতা আতিয়ার রহমান বলেন, আমাদের দেশীয় জাতের আম গাছে ছোট গুটি আকার ধারণ করেছে। এই আম বাজারে আসতে আরও কিছু দিন সময় লাগবে। যেহেতু রমজান মাস চলছে তাই এসময়ে ফলের বেশ চাহিদা থাকে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারতে কাটিমন জাতের আম উঠতে শুরু করেছে। কিছু টোকাই বাহিনী রয়েছে যারা সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে এসব আম ভারত থেকে এনে দেশে বিক্রি করছে। আজকেই প্রথম বাজারে এসব আম তারা নিয়ে আসছে, আমি একজনের কাছ থেকে পাঁচ কেজি আম নিয়েছি ২২০ টাকা কেজি দরে। যেহেতু কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়, যার কারণে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন ফল হিসেবে কেউ কেউ অল্প পরিমাণে নিচ্ছেন। তবে দাম বাড়তির কারণে অনেকেই দাম শুনে না নিয়ে ফিরে যাচ্ছেন।

একই জমিতে একসাথে তিন ফসল, ডাবল আয় হচ্ছে কৃষকের