বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে রেনো সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। ‘রেনো থ্রি প্রো’ মডেলের এই ফোনটিতে ৬টি ক্যামেরা রয়েছে।
ফোনটির বিশেষত্ব হচ্ছে, এটি বিশ্বের প্রথম ফোন যেটিতে ৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। এতদিন উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনের পেছনে দেখা গেলেও, এই প্রথম কোনো ফোনের সামনে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
‘রেনো থ্রি প্রো’ ফোনে সেলফি তোলার জন্য ডুয়াল ক্যামেরার মধ্যে মূল ক্যামেরাটি ৪৪ মেগাপিক্সেলের, অন্য ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
ফোনটির পেছনে রয়েছে চারটি ক্যামেরা। পেছনের মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের টেলি-ফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের মনো সেন্সর। থাকছে ৫ গুণ হাইব্রিড জ্যুম এবং ২০ গুণ ডিজিটাল জ্যুম সুবিধা।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে তৈরি কালারওএস ৭ সফটওয়্যারে চলবে রেনো থ্রি প্রো। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন হেলিও পি৯৫ অক্টা কোর প্রসেসর। ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটির পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।