বাসাবাড়ি বা কমার্শিয়াল স্পেসগুলোতে লাক্সারিয়াস লুক দেওয়ার জন্য পুরো পৃথিবীতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ১০০×১০০ সিএম বা ১০০০×১০০০ মিমি সাইজের ফ্লোর টাইল্স। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়েছে এমন টাইল্সের চাহিদা, যা মেটাতে বিক্রেতারা এতদিন নির্ভর করতো বিদেশ থেকে আমদানীতে। ক্রেতাদের বহন করতে হতো বাড়তি খরচ আর ডিজাইন অপশনও ছিলো সীমিত।
চাহিদার এই ঘাটতি পূরণে, এখন থেকে দেশের বাজারেই পাওয়া যাবে ১০০×১০০ সিএম সাইজের বড় ফ্লোর টাইল্স, যা বিদেশ থেকে আমদানী করা টাইল্সগুলোর চেয়েও টেকসই এবং ক্রেতাদের জন্য বাড়বে ডিজাইন অপশনও। দেশের প্রস্তুতকৃত বিশ্বমানের এই টাইল্স ক্রেতাদের নির্ভরশীলতা কমাবে বিদেশী পণ্যের উপর থেকে।
সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় প্রস্তুতকারকদের হাত ধরে টাইল্স শিল্পে বাংলাদেশ অনন্য সফলতা অর্জন করেছে। সম্প্রতি বাজারে আসা এই ১০০×১০০ সাইজের ফ্লোর টাইল্সগুলো যেকোনো স্পেসকে বদলে, দিতে পারে লাক্সারিয়াস লুক। আকারে বড় হওয়ার কারণে এই টাইল্স ফ্লোরে গ্রাউট লাইনের পরিমাণ কমায়, এবং স্পেসটিকে করে আধুনিক ও পরিপাটি। ক্রেতাদের পছন্দ ও রুচির ভিন্নতা অনুযায়ী আবাসিক ও কমার্শিয়াল স্পেসে ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন রেঞ্জের ১০০×১০০ টাইল্স। যেকোনো স্পেসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি থোলামেলা আবহ তৈরির কথা মাথায় রেখে এই টাইল্স ডিজাইন করা হয়েছে।
১০০×১০০ সাইজের এই ফ্লোর টাইল্সগুলো বাজারে এনেছে বাংলাদেশের সেরা টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস। উন্নত প্রজুক্তির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেশে তৈরি সবচেয়ে বড় এই টাইলস বাজারে আনার মাধ্যমে আকিজ সিরামিকস বরাবরের মতোই নান্দনিক সৌন্দর্য, ফাংশনাল পারফর্ম্যান্স ও অনন্য কারুনৈপুণ্যের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। টাইল্সের বাজারে এই নতুন সংযোজন শুধু যে ক্রেতাদের ঘরের ইন্টেরিয়র উন্নত করতে ভূমিকা রাখার পাশাপাশি গুণগত মান ধরে রেখে আকিজ সিরামিকসের এগিয়ে যাওয়ার সবসময়ের প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।