ভারতে লঞ্চ হল Bajaj CT 125X। এন্ট্রি লেভেল সেগমেন্টে বৃহস্পতিবার এই মোটরসাইকেল নিয়ে এসেছে পুনের কোম্পানিটি। ভারতে বাজাজের নতুন এন্ট্রি লেবেল মোটরসাইকেলের দাম 71,345 টাকা (এক্স শো-রুম)। লঞ্চের পরে এটাই ভারতের সবথেকে সস্তা 125 cc ইলেকট্রিক গাড়ি। যদিও Bajaj CT 125X এর থেকেও 5,000 টাকা কম খরচে কেনা যাবে CT 100X।
ভারতে Honda Shine, Hero Super Splendor-এর মতো মডেলগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Bajaj CT 125X। 77,378 টাকা থেকে 81,378 টাকা দামে এই বাইকগুলি বিক্রি হয় ভারতে। কালো-লাল, কালো-নীল ও কালো-সবুজ রঙে কেনা যাবে Bajaj CT 125X।
Bajaj CT 125X: ফিচার্স
Bajaj CT 125X -এ রয়েছে 124.4 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে 10.9 PS শক্তি ও 11 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে 5 স্পিড গিয়ার বক্স। Bajaj Discover 125 -এও একই ইঞ্জিন ব্যবহার হয়েছিল। এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে Bajaj।
Bajaj CT 125X -এর সামনে ও পিছনে 130 mm ব্রেক থাকছে। এছাড়াও Bajaj Auto-র নতুন এই মোটরসাইকেলে থাকছে 17 ইঞ্চি অ্যালয় হুইল। সামনের চাকায় 80/100-17 ও পিছনের চাকায় 100/90-17 টিউব লেস টায়ার ব্যবহার হয়েছে।
নতুন Bajaj CT 125X -এ থাকছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। মোবাইল ও অন্যান্য গ্যাজেট চার্জিংয়ের জন্য থাকছে একটি USB পোর্ট। এই মোটরসাইকেলের সিটের উচ্চতা 810 mm ও দৈর্ঘ্য 700 mm। Bajaj CT 125X -এর হুইল বেসের দৈর্ঘ্য 1285 mm। এছাড়াও এই মোটরসাইকেলে মিনিমাল বডি প্যানেল দেখা যাবে। থাকছে বৃত্তাকার হেডল্যাম্প, যা এই মোটরসাইকেলকে ক্লাসিক লুক দিয়েছে। ফুয়েল ট্যাঙ্কে থাকছে রাবার প্যাডিং। এছাড়াও ক্র্যাশ গার্ড দিয়েছে বাজাজ। এছাড়াও Bajaj CT 125X -এ থাকছে ফর্ক গেটরস ও বড় গ্র্যাব রেল থাকছে।
এই মোটরসাইকেলে ব্যবহার হয়েছে V শেপের LED DRL। যদিও Hero Passion Xtec ও Splendor Plus Xtec -এ যে কানেক্টিভিটি ফিচারগুলি রয়েছে তা এই বাইকে দেখা যাবে না।
হ্যালোজেন হেডল্যাম্পের সঙ্গে থাকছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও বাল্বের টেল লাইট ও টার্ন ইন্ডিকেটর। TVS Raider 125, Honda SP125, Hero Super Splendor, Hero Glamor-এর মতো মোডেলগুলির সামনে চ্যালেঞ্জের সম্মুখীন হবে নতুন এই মোটরসাইকেল।
মারুতি সুজুকির নতুন এই ইলেকট্রিক গাড়ি এক চার্জেই ছুটবে ৫০০ কিমি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।