বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রেডমি ১০এ স্পোর্ট (Redmi 10A Sport) ফোন লঞ্চ হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির (Redmi) এই ফোন একটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন (Affordable Smartphone)। অর্থাৎ ফোনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। বলা হচ্ছে রেডমি ৯এ স্পোর্ট (Redmi 9A Sport) ফোনের সাকসেসর মডেল হল রেডমি ১০এ স্পোর্ট। এর আগে ভারতে রেডমি ১০এ (Redmi 10A) লঞ্চ হয়েছিল। সেই ফোনের সঙ্গে নতুন মডেলের প্রচুর মিল রয়েছে। পার্থক্য রয়েছে শুধু র্যাম (RAM) এবং ইনবিল্ট স্টোরেজ কনফিগারেশনের (Inbuilt Storage Configuration) ক্ষেত্রে। এই দুটো ফারাক ছাড়া দুই ফোনেই রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। প্রসঙ্গত উল্লেখ্য রেডমি ১০এ ফোন চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল। দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন।
ভারতে রেডমি ১০এ স্পোর্ট ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি Mi.com থেকেও এই ফোন কেনা যাবে। চারকোল ব্ল্যাক, সি ব্লু এবং স্লেট গ্রে- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০এ স্পোর্ট ফোন।
রেডমি ১০এ স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
১। এই ফোনে ৬.৫৩ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের স্লট। আর রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম।
২। রেডমি ১০এ স্পোর্ট ফোনে একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেটি হল ১৩ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
২। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ বাড়িয়ে ৫১২ জিবি পর্যন্ত করা যেতে পারে। 4G LTE কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।
৩। রেডমি ১০এ স্পোর্ট ফোনে রয়েছ ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জার। ফোনের ওজন ১৯৪ গ্রাম।
সূত্র: এবিপি আনন্দ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।