বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে রেট্রো বাইক রেঞ্জে হোন্ডা সিবি৩৫০ নিয়ে এসেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। দেশটির আগ্রহী গ্রাহকরা কোম্পানির অনুমোদিত ডিলারশিপ থেকে গাড়িটি প্রি-বুক করতে বা কিনতে পারবেন।
গত শনিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, ভারতের বাজারে হোন্ডা সিবি৩৫০ মডেলটির দুটি ভেরিয়েন্ট নিয়ে এসেছে এইচএমএসআই। আগ্রহী গ্রাহকরা কোম্পানির অনুমোদিত ডিলারশিপ থেকে গাড়িটি প্রি-বুক করতে বা কিনতে পারবেন। এইচএমএসআইর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও প্রি-বুক বা কেনা যাবে। শিগগিরই ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বাইকের ফিচার ও ইঞ্জিন
হোন্ডা বাইকটিতে ওল্ড-স্কুল ডিজাইন ধরে রেখেছে। থাকছে এলইডি লাইটিং সিস্টেম (গোল হেডলাইট), মেটাল ফেন্ডার, মেটাল সাসপেন শন কভার এবং স্প্লিট সিট। ফিচার্স হিসাবে মিলবে ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম। এছাড়াও টর্ক কন্ট্রোল সিস্টেম অ্যাসিস্ট ও স্লিপার এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যালের সুবিধা রয়েছে বাইকে।
ইঞ্জিনের ক্ষেত্রে রয়েছে ৩৪৮ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ২১.১ হর্সপাওয়ার এবং ২৯.৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাইকের সামনের চাকায় রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছন চাকায় নাইট্রোজেন চার্জ সাসপেনশন। বাইকের রঙয়ের ক্ষেত্রেও একাধিক বিকল্প রয়েছে। যেমন: প্রিসিয়াস রেড মেটালিক, পার্ল ব্ল্যাক, ম্যাট ক্রাস্ট মেটালিক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক এবং ম্যাট ডিউন ব্রাউন।
অন্যান্য হোন্ডা বাইকের মতো এতেও রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি। যার মধ্যে ৩ বছর স্ট্যান্ডার্ড এবং ৭ বছর এক্সটেন্ড করার সুবিধা।
দাম কত?
হোন্ডা সিবি৩৫০ দুটি ভেরিয়েন্টে বিক্রি করা হবে। ডিএলএক্স এর দাম হবে ভারতীয় ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। আর ডিএলএক্স প্রো এর দাম হবে ভারতীয় ২ লাখ ১৭ হাজার ৮০০ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।