বাজারে দৃশ্যমান পরিবর্তন মার্চ থেকে : বাণিজ্য প্রতিমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : ভোগ্য পণ্যের বাজার ভোক্তাবান্ধব করতে সরকারের পাঁচ মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘আমাদের আশা, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে। এ ছাড়া আসন্ন রমজানে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির পাঁচটি পণ্য দুইবার করে দেওয়া হবে।’

গতকাল বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমসিসিআই সহসভাপতি সিমিন রহমান প্রমুখ।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য জোগান আর সঠিক পণ্যমূল্য নিয়ন্ত্রণে বেশ চ্যালেঞ্জ আছে। এ জন্য আগামী মাস থেকে বাজারভিত্তিক পণ্য মূল্য তালিকা উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় তিনি সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দর-কষাকষিতে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা তুলে ধরেন আমলাতান্ত্রিক জটিলতা, পদ্ধতিগত ত্রুটি এবং আমদানি-রপ্তানিতে নানা সমস্যার কথা। এর জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী মাস থেকে চালের গায়ে দাম এবং অন্য পণ্যের দর উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে শুধু সরকার নয়, দায়িত্ব আছে ব্যবসায়ীদেরও।

ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীবান্ধব না হয়ে সরকারবান্ধব হয়ে গেছে। ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হলে ব্যবসায়ীদের সরকারের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে। তিনি জানান, চামড়া খাতের উন্নয়নে সরকার সাভারের চামড়াপল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে ইউরোপীয় মানদণ্ডে তৈরি করার উদ্যোগ নিয়েছে। জার্মানির একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রকল্প করা হচ্ছে। শিগগিরিই এক কার্যক্রম শুরু হবে।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে শুধু রমজান মাস কিংবা উৎসব উপলক্ষে উদ্যোগ নিলেই হবে না এ জন্য সারা বছর কার্যকর বাজার ব্যবস্থাপনা নিয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করতে হবে। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

কুইক রেন্টাল ও অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রস্তাব সিপিডির