জুমবাংলা ডেস্ক : রমজানের আগেই ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম কমেছে। ব্যবসায়ীরা আশা করছেন, শুল্ক কমানোয় ও সিন্ডিকেট ভাঙায় এবার খেজুর আমদানি বেড়েছে। ফলে এবারের রমজানে খেজুরের দাম গতবারের চেয়ে ২০ শতাংশ কম হবে। ভোক্তাদের আশা, বাজারে নজরদারি থাকলে কম দামে খেজুর পাওয়া যাবে।
বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, সব আড়তেই বিভিন্ন মানের খেজুরে ভরপুর। শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করায় আমদানিও বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগের সময় খেজুর আমদানি নিয়ন্ত্রণ করত নজরুল ইসলামের নাসা ও হাজী সেলিমের মদিনা গ্রুপ। এবার সেই সিন্ডিকেট ভেঙেছে। গতবার খেজুর এসেছিলো সাড়ে ২০ হাজার টন। এবার আমদানি হয়েছে সাড়ে ৪৪ হাজার টন।
ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ডলারের দাম গতবছরের চেয়ে বেশি হলেও সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এবার খেজুর আমদানিও হয়েছে বেশি। গত বছরের চেয়ে এবার খেজুরে দাম কম থাকবে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর মাবরুর জাতের খেজুরের দাম ছিলো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, এবার বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। জায়েদি খেজুর মানভেদে কেনা যাচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়।
এদিকে, রমজান উপলক্ষে খোলা ট্রাকে খেজুর বিক্রি করছে টিসিবি। বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।