বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দেশের জমজমাট মোবাইল বাজারে অনলাইনে স্মার্টফোন ক্রয়-বিক্রয় এখন জনপ্রিয় এক প্লাটফর্ম। বর্তমানে বাংলাদেশের অনলাইন মোবাইল বাজার বেশ সম্মৃদ্ধি। দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল ব্র্যান্ড উন্নতমানের স্মার্টফোন বাজারজাত করে ইতোমধ্যেই পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছে। তবুও ফোন ক্রয় করার আগে বর্তমানসময়ে কোন মোবাইল কোম্পানির ফোন সবচেয়ে ভালো, এ বিষয়ে প্রায় সারাবছরই ক্রেতাদের মধ্যে ভিন্ন-ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ করা যায়। তবে এ সমস্যা সমাধানে জেনে নিতে পারেন স্মার্টফোন কেনার কিছু টিপস।
আর আপনি যদি কম দামে স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকনে তাহলে দেখে নিন জনপ্রিয় ৫ টি ব্র্যান্ডের সেরা মোবাইল ফোনঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩২
ডিসপ্লে হিসেবে স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি রেশিও ৮১.৬% এবং এসপেক্ট রেশিও ২০:৯। ফোনটির রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল এবং পিপিআই ডেনসিটি ২৭০। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। যা রান করবে ওয়ান ইউআই ৩.০ এর সাথে। মেমোরি হিসেবে থাকছে ৮জিবি+১২৮জিবি।ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকবে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর।আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে থাকবে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা এবং এইচডিআর।ফোনটিতে থাকছে ৫০০০ মিলিএম্পিয়ারের নন রিমুভেবল লি-আয়ন ব্যাটারি। এর সাথে থাকছে ১৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি জিটি মাস্টার এডিশন
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি ফ্ল্যাগশিপ প্রসেসর–সংবলিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এটি ৬ ন্যানোমিটার প্রোডাশন প্রসেসে তৈরি, রয়েছে সিক্সথ এআই ইঞ্জিন।৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুলস্ক্রিন ও ওয়াইড কালার ডিসপ্লে-যুক্ত জিটি মাস্টার এডিশন ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে, এর ফলে প্রতিটি স্ক্রল মনে হয় সিল্কের মতো মসৃণ। ফোনটিতে রয়েছে বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৪ সেন্টি মিটার ম্যাক্রো লেন্স।সেলফি লাভারদের জন্য এ স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা। ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রমসহ রিয়েলমি জিটি মাস্টার এডিশন দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে—ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু। ৪৩০০ এমএএইচ ব্যাটারির সাথে থাকছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সুবিধা।
মোটোরোলা মোটো জি৩০
ফোনটিতে রয়েছে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (720×1,600 pixels) ম্যাক্স ভিসন টিএফট ডিসপ্লে। রিফ্রেশ রেট 90Hz। সেই সঙ্গে রয়েছে, octa-core Qualcomm Snapdragon 662 SoC।ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর ছাড়াও এই মডেলের ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিকেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। র্যাম ৬ জিবি ও রম ১২৮ জিবি। ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকছে।
অপো এফ১৯ প্রো
ফোনটিতে ৬.৪৩- ইঞ্চি সিঙ্গেল পাঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে (হোল-পাঞ্চ অ্যামোলেড স্ক্রিন) রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি কালার ওএস ১১.১ সম্বলিত এফ১৯ প্রো ফোনটির পারফর্মেন্সকে আরও বাড়িয়ে তোলার জন্যে এফ১৯ প্রো এর মিডিয়াটেক হেলিও পি৯৫ এআই প্রসেসিং ইউনিট এর সাথে যুক্ত হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ গিগাবাইট অন-বোর্ড স্টোরেজ। এই ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৪৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এই ফোনের আছে একটি ৭.৮ মিমি আল্ট্রা স্লিম বডি যার ওজন মাত্র ১৭২ গ্রাম। ফোনটি দুটি ভাইব্র্যান্ট কালারে বাজারে পাওয়া যাবে: “ফ্যান্টাস্টিক পার্পল” এবং “ফ্লুইড ব্ল্যাক”। ফোনটিতে রয়েছে ৪৩১০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ যা মাত্র কয়েক মিনিটেই ফোনকে প্রায় ৭০% চার্জ করে ফেলে।
ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো
ফোনটিতে রয়েছে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৫০০ নিটস।ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এই Infinix Smart 5 Pro ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম বেসড XOS 7.6 দ্বারা চালিত হবে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপার্চার এফ/১.৮। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই সেলফি ক্যামেরায় আবার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স থাকছে।এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ২জিবি পর্যন্ত র্যাম এবং ৩২জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। ৬,০০০এমএএইচ ব্যাটারি রয়েছে এই ইনফিনিক্স মডেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।