বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্ব বাজারে এলো শাওমির রেডমি সিরিজের নতুন ফোন। যার মডেল রেডমি নোট ১২ প্রো প্লাস। ফোনটি চীনে উন্মোচিত হয়েছে অক্টোবরে। এবার বিশ্বের অন্যান্য বাজারেও বিক্রির ঘোষণা দিয়েছে শাওমি।
গুঞ্জন রয়েছে, প্রিমিয়াম ফোনটি চীনা ভ্যারিয়েন্ট থেকে আলাদা হবে অন্যান্য দেশে।
চীনা ভ্যারিয়েন্টের রয়েছে, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে থাকছে এলপিডিডিআর৪এক্স ও ইউএফএস ২.২ স্টোরেজসহ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। হাই স্পিডের চার্জিং সিস্টেম থাকায় অবিশ্বাস্য কম সময়ে চার্জ হবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসিইএএলএল এইচপিএক্স প্রাইমারি সেন্সর। এই সেন্সরটি এএলডি আবরণ, এফ/১.৬৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেট। অন্য দুইটি হলো ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা।
‘সিনেমার’ মতো অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার, এড়ানো যাবে সিসি ক্যামেরাও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।