বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইয়ামাহা এবার প্রতিবেশী দেশ ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন বাইক। সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থার বাইকের চাহিদা কমে গেলেও এখনও সকলে ভুলে যায়নি এই সংস্থার একটি বাইক RX100। দারুণ নাম ডাক রয়েছে এই সংস্থার বাইকের। তবে শোনা যাচ্ছে ফের লঞ্চ হতে পারে এই বাইক। তবে সমস্যা রয়েছে এটিতে। কারণ এই বাইকটি ২ স্ট্রোক ইঞ্জিন সহ যা ভারতে বর্তমানে নিষিদ্ধ। তবে কি ভারতের বাজারে নতুন রূপে আসতে চলেছে এই বাইক?
তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে বাজারে আসছে Yamaha RX100। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে বাজারে আসতে পারে এই বাইক। তবে যেহেতু বর্তমানে ভারতে ২ স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ তাই ৪ স্ট্রোক ইঞ্জিন সমেত বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। এর পাশাপাশি BS6 ইঞ্জিনের সঙ্গেই মোটরসাইকেলটি লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ২০০ সিসির বেশি ক্ষমতাযুক্ত ইঞ্জিন দিয়ে তৈরি Yamaha RX বাজারে লঞ্চ করতে পারে কোম্পানি।
তবে এবার জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে এই বাইকে। এটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ১১ পিএস শক্তি উৎপন্ন করে ও ১০.৩৯ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটির দু’টি চাকাতে রয়েছে ড্রাম ও ১০ লিটারের জ্বালানি ক্ষমতা। বাইকটি দুর্দান্ত মাইলেজ ও ক্যাপসিটির জন্য বেশ জনপ্রিয়। তবে এটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে তা জানা যায়নি।
অপরদিকে, ভারতে ইতিমধ্যে Yamaha R3 বাইকের অনানুষ্ঠানিক বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামীতে কোম্পানি -03, R7, MT-07, MT-09, R3 এবং R1M মডেল লঞ্চ করতে চলেছে। জানা গেছে, Yamaha R3 বাইকটির বুকিং শুরু হয়েছে ভারতীয় মুদ্রায় ৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার বিনিময়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।