Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাজার থেকে মাস্ক-স্যানিটাইজার উধাও
    জাতীয় স্বাস্থ্য স্লাইডার

    বাজার থেকে মাস্ক-স্যানিটাইজার উধাও

    জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর বেড়ে গেছে মাস্ক-স্যানিটাইজারের চাহিদা৷ দেখা দিয়েছে অপ্রতুলতা৷ অনেক জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা৷ খবর ডয়চে ভেলের।

    বাংলাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর৷ ঢাকায় আল নূর ও সাফাবি নামের দুইটি ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে৷ এরমধ্যে একটিকে জরিমানাও করা হয়েছে৷

    অভিযানের পর অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি রাখি৷ তারা দেশি-বিদেশি বিভিন্ন ক্রেতার কাছে মাস্কের দাম বেশি রাখে৷ এসব তথ্য আমরা ভিডিওতে ধারণ করেছি৷ পরে আমরা যখন তাদের কাছে মাস্ক কিনতে যাই তখন তারা বলে মাস্ক নেই৷ অথচ এর আগে তারা বেশি দামে মাস্ক বিক্রি করেছে৷ যার প্রমাণ অধিদপ্তরের কাছে রয়েছে৷ এ অপরাধে ফার্মেসি দুটি সিলগালা করে দেয়া হয়েছে৷’’

    কৃত্রিম সংকট যারা তৈরি করছে, তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ সবার মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই৷ শুধুমাত্র স্বাস্থ্য বিধি মেনে চললেই হবে৷ তারপরও মানুষ এসব জিনিস কিনতে ছুটে যাচ্ছেন৷ এসব বিষয়ে আন্তমন্ত্রণালয় কমিটি হয়েছে৷ আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছি৷ পাশাপাশি সরকারিভাবে মাস্ক ও স্যানিটাইজার পর্যাপ্ত পরিমানে মজুত রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে৷’’

    ব্যস্ত হয়ে পড়েন ঢাকার মানুষ৷ সোমবার পুরান ঢাকার চকবাজারের পাইকারি স্যানিটারি পণ্য বিক্রির মার্কেটে একাধিক দোকানে গিয়েও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি৷ বিক্রেতারা বলছেন, রাতেই সব পণ্য বিক্রি হয়ে গেছে৷ অনেক ফার্মেসি মালিক ফোনে অর্ডার দিয়ে ভোরে মালামাল নিয়ে গেছেন৷

    শাহবাগের ঔষধ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘‘আমাদের কাছে চাহিদা অনেক, কিন্তু সরবরাহ নেই৷ বেশি দামে বিক্রি তো দূরে, আমরা বিক্রিই করতে পারছি না৷” বাজারে বর্তমানে দেশীয় বেশ কয়েকটি হ্যান্ড স্যানিটাইজার প্রতিষ্ঠান রয়েছে৷ পাশাপাশি বিদেশি স্যানিটাইজারগুলোরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷

    মিরপুরে শেওড়াপাড়ার নাজ ফার্মেসির মালিক জাহাঙ্গীর আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘দাম বাড়বে বলে গুজবে লবণের বেলায়ও মজুত করতে দেখা গেছে৷ এখন করোনা ভাইরাসের ভয়ে ঔষধের দোকান থেকে মাস্ক ও হেক্সিসলের মতো জীবাণুরোধী জিনিসের ওপর সাধারণ মানুষ যেন হামলে পড়েছে৷ এর মধ্যে মাস্কের দাম অন্তত ১০ গুন বেড়ে গেছে, যদিও এ মুহূর্তে ঔষধের দোকানে মাস্ক পাওয়াই যাচ্ছে না৷’’

    মানুষের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটার যেহেতু প্রতিষেধক নেই তাই আমাদের সচেতন হতে হবে৷ কিন্তু এটাতে মৃত্যুর হার খুবই কম৷ ফলে উদ্বিগ্ন না হয়ে সচেতনতাই প্রধান৷ এই মুহূর্তে জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে না গেলেই হয়৷ পাবলিক পরিবহন এড়াতে পারলে ভালো৷ তবে এসব করতে গিয়ে ঘরে বসে থাকার দরকার নেই৷ সচেতনভাবে এই কাজগুলো করতে হবে৷’’

    সরকারের প্রস্তুতি কেমন, জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘‘সরকারের তরফ থেকে যা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা খারাপ না৷ প্রয়োজন হলে আরো নেওয়া হবে৷ এই মুহূর্তে দুটি হাসপাতাল আলাদাভাবে রাখা হয়েছে৷ মানুষকে সচেতন করতেও বিভিন্নভাবে কাজ করা হচ্ছে৷’’

    এদিকে আক্রান্ত তিন জনের অবস্থা ভালো বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরা৷ তিনি বলেন, ওই তিনজনকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে৷ দেশে নতুন করে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি৷

    তবে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম৷ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম৷ এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    গাড়ির সংঘর্ষ

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ গাড়ির সংঘর্ষে আহত ১২

    July 11, 2025
    আসিফ

    গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই : আসিফ মাহমুদ

    July 11, 2025
    Dhaka

    নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়

    July 11, 2025
    সর্বশেষ খবর
    noakhali

    নকল দলিল তৈরি করে নামজারি: যুবকের কারাদণ্ড

    ACC

    ঢাকায় এসিসির সভা নিয়ে ভারতের আপত্তি

    Gagipur

    টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় টাস্কফোর্সের অভিযান

    Redmi

    অক্টোবরে লঞ্চ হতে পারে Redmi K90 Pro, লিক হল ডিটেইলস

    education-officer

    মাতৃত্বকালীন ছুটি নিয়ে হয়রানি: চট্টগ্রামের সেই শিক্ষা কর্মকর্তা বদলি

    Kaliyakur (1)

    কালিয়াকৈরে শালবনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    2507111339

    গার্মেন্টসের ছাদ তলায় উচ্চশিক্ষার স্বপ্ন বুনছেন বাবলি

    নাসার নতুন মিশন

    নাসার নতুন মিশন: মহাকাশের রহস্য উন্মোচনে ইউরোপা ক্লিপারের যাত্রা

    green chili import

    আট মাস পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি

    কোয়ান্টাম ফিজিক্সের সহজ ব্যাখ্যা

    কোয়ান্টাম ফিজিক্সের সহজ ব্যাখ্যা: রহস্য উদঘাটন!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.