রোজা আসতে না আসতেই অস্থির হয়ে উঠেছে বাজার। বিশেষ করে সয়াবিন তেল নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই নিয়ে কোন কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি । তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন ভিন্ন কথা । তিনি ভোজ্য তেলসহ অন্যান্য যেসব পণ্য নিয়ে সংকট তৈরি হয়েছে তা এক সপ্তাহের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন।
তিনি সাভার চামড়ার শিল্প নগরী পরিদর্শন করেন । এরপর সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি এক সপ্তাহের মধ্যে পণ্যের দাম কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা জানান। ছোলা এবং খেজুরের দাম কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজারে যেন কোন সংকট তৈরি না হয় তার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্যপণ্য মজুদ করেছে সরকার। চামড়ার শিল্পনগরী পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তারা, ট্যানারি মালিকরা। এ সময় অন্যান্য স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করেন বাণিজ্য উপদেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।