জুমবাংলা ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১ জুন) সংসদ ভবনের সামনে বাজেট নিয়ে তিনি সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্বের দিকে তাকান। কোন দেশ অত ভালো আছে। ইউরোপ আমেরিকা এমনকি আমাদের প্রতিবেশীদের দিকে তাকান কে অত ভালো আছে? আমরা তুলনামূলকভাবে অনেক ভালো আছি। এই বাজেট হলো সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটি একটি জনবান্ধব বাজেট।
তিনি আরও বলেন, বাজেট এমনভাবে করা হয়েছে যাতে মানুষের কষ্ট লাঘব হবে। এক কথায় এটি জনবান্ধব বাজেট। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে।
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



