রাজশাহী প্রতিনিধি: ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি)।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ (১৬ জুন) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন।
তিনি বাজেট ঘোষণা করে বলেন, ‘প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ উন্নয়নমুখী। নতুন বাজেটে নতুন করে কর আরোপের কোনো বিধান রাখা হয়নি। এই অর্থ বছরে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।’
মেয়র লিটন বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা, যা ৭ শ’ ৬৯ দশমিক ০৩ কোটি টাকা সংশোধিত আকারে করা হয়েছে।
তিনি আরও বলেন, গত চার বছরে নগরীতে প্রায় ৫২৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, নগরীর অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২ হাজার ৯শ’ ৩১ দশমিক ৬২ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
রাজশাহী সিটি মেয়র বলেন, ‘আমরা নগরীর উন্নয়নের জন্য প্রায় ২ হাজার ৭’শ ৫ দশমিক ০৮ কোটি টাকার আরও তিনটি প্রয়োজন-ভিত্তিক প্রকল্পের পরিকল্পনা করেছি।’
তিনি বলেন, মহানগরীর অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
মেয়র লিটন সংবাদ সম্মেলনে জানান, তারা শহরের প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১ হাজার ২’শ ৯ দশমিক ১৩ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য ১ হাজার ৪’শ ৬৫ দশমিক ১৮ কোটি টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এছাড়া প্রায় ৩০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার নির্মাণের পাশাপাশি প্রায় ২৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন করার কথাও জানান তিনি।
বাজেট ঘোষণাকালে মেয়র লিটন বলেন, সিটি করপোরেশন পরিচালনা ব্যয় যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় আয় বাড়ছে না। এজন্য এবারের বাজেটে অপ্রচলিত খাতে আয় বৃদ্ধি ও প্রচলিত আয়ের খাতগুলোতে তথ্যপ্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।