বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজের পোস্ট করা মেটাভার্স অ্যাভাটার নিয়ে চলমান ‘মিম’-এর জবাব দিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।
১৬ অগাস্ট সামাজিক মাধ্যমে নিজের ডিজিটাল অ্যাভাটারের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন জাকারবার্গ, যেখানে দেখা যাচ্ছে, তিনি প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই স্ক্রিনশটের মাধ্যমে তিনি সম্ভবত বুঝিয়েছেন যে শীঘ্রই ফ্রান্স ও স্পেনে আসতে পারে মেটার ভার্চুয়াল জগত ‘হরাইজন ওয়ার্ল্ডস’।
দুর্ভাগ্যবশত, তার পোস্ট করা স্ক্রিনশট নিয়ে ‘মিম’ বানাচ্ছেন বিভিন্ন ইন্টারনেট ব্যবহারকারী। এ ছাড়া, ওই ছবির গ্রাফিক্সকে ‘প্লেস্টেশন ১’-এর ‘টেলিটাবিস’ গেইমের সঙ্গেও তুলনা করেছেন এক টুইটার ব্যবহারকারী।
“গ্রাফিক্স নিয়ে কাজ করছে মেটা।” –এই সব মিম দেখিয়ে সম্ভবত বোঝাতে চেয়েছেন জাকারবার্গ।
১৯ অগাস্ট শুক্রবার, নিজস্ব ফেইসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন স্ক্রিনশট পোস্ট করেছেন জাকারবার্গ, যেখানে তার অ্যাভাটার আগের তুলনায় ‘বেশি প্রাণবন্ত’ ও এতে প্রাচীণ একটি প্লাজা দেখা যাচ্ছে।
“শীঘ্রই আসছে হরাইজন ও অ্যাভাটার গ্রাফিক্সের মূল আপডেট।” –বলেছেন জাকারবার্গ। পাশাপাশি, আসন্ন ‘কানেক্ট’ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথাও দিয়েছেন তিনি।
মেটার মুখপাত্র পিটার গ্রে ভার্জকে বলেছেন, সম্মেলনটি কবে অনুষ্ঠিত হবে ওই বিষয়ে কোম্পানির কিছু বলার নেই। তবে, গত বছরের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর মাসে।
মূল স্ক্রিনশটটির বিষয়ে জাকারবার্গ স্বীকার করেছেন যে এটি দেখতে তেমন চমকপ্রদ নয়।
“আমি জানি যে আমার পোস্ট করা ছবিটি খুবই সাদামাটা — একটি উন্মোচন উদযাপনের জন্য তাড়াহুড়া করে তোলা হয়েছিল এটি।” –বলেছেন তিনি।
“তবে, হরাইজনে থাকা গ্রাফিক্সের সক্ষমতা আরও বেশি — এমনকি হেডসেটেও।”
“ডিজিটাল জগতে আমার কোম্পানি যদি কোটি কোটি ডলার লোকসান করত এবং লোকজন যদি এটি গ্রহন না করত, তাহলে আমি হয়ত এমন বাজে স্ক্রিনশট পোস্ট করা থেকে বিরত থাকতাম।”
মেটাই একমাত্র কোম্পানি নয়, যারা তুলনামূলক ভালো গ্রাফিক্সের প্রতিশ্রুতি দিয়ে নিজস্ব মেটাভার্সে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে গ্রাহকদের।
জুলাই মাসে নিজেদের ‘ব্লকি’ এবং কম রেজুলিউশনের গ্রাফিক্স আপডেটের ঘোষণা দিয়েছে অনলাইন গেইমিং প্ল্যাটফর্ম ‘রোবলক্স’।
সংবাদ সাইট প্রোটোকলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটির পণ্য বিষয়ক প্রধান জশ অ্যানন বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে ‘আসল পৃথিবীর প্রতিলিপি’ তৈরি করা।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, হরাইজনে মেটার নতুন আপডেটে ‘ফোর্টনাইট’ গেইমের মতো গ্রাফিক্স আনলেও, ভার্চুয়াল জগতটিতে নতুন চমকপ্রদ কিছু না এলে এই গ্রাফিক্স তেমন প্রভাব ফেলবে না। জাকারবার্গের মূল পোস্টের সঙ্গে ফোর্টনাইটকে তুলনা করে এ বিষয়টিই তুলে ধরেছেন এক টুইটার ব্যবহারকারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।