জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তুষারের নির্বাচনী প্রতীক আনারস। এই প্রতীক পাওয়ার পরই কদর বেড়েছে আনারসের। চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সমর্থকরা ভালোবেসে সবাই আনারস তুলে দিচ্ছেন এই প্রার্থীর হাতে। দলে দলে সবার ভিড় এখন আনারসের দোকানে। তুলছেন ছবিও।
নির্বাচনী প্রতীক আনারসকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন সমর্থকরা। জনতার প্রতীক হিসেবে সর্বসাধারণের মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই আনারস। সবাই আনারস হাতে নিয়ে তুলছেন ছবি, দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট।
এই প্রেক্ষিতে বেড়েছে আনারসের দাম। উপজেলার ছয়ফুল্লাকান্দিসহ আশপাশের বাজার গুলোতে চাহিদাও বেড়েছে আনারসের। আগে যেই আনারস ছিল ৫০ টাকায় তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকারও উপরে। তবুও আনারস কিনছেন মানুষজন।
আনারস ব্যবসায়ী মোখলেস সরদার বলেন, আগে এতো আনারস বিক্রি হতো না এই এলাকায়, হঠাৎ করে দেখি আনারস কিনছেন দলে দলে। কারণ হিসেবে জানলাম উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রতীক হিসেবেই সবাই আনারস কিনছেন।
অন্যদিকে দাম নিয়ে মতিন মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, ‘মানুষ বেশি কিনেতেছে বিধায় দামও বাড়ছে। দাম যতোই বাড়তাছে আনারসও বেশি কিনতাছে মানুষ। প্রতীক হিসেবে মানুষ ভালোবাসা জানাইতাছে এইটা বুঝলাম।’
আমিনুল ইসলাম তুষারের সমর্থকরা বলছেন, আনারস আমাদের কাছে এখন বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। সবাই এই ফলটিকে এখন বেশি কিনছেন। দাম কোনো ব্যাপার না। এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে সবাই এই প্রতীকের প্রার্থীকে চায়। আমরা আনারস ফল হিসেবে নয়, আস্থায় জায়গা হিসেবে দেখছি।
আনারস হাতে নিয়ে ছবিও তুলতে দেখা গেছে অনেককে। চেয়ারম্যান প্রার্থীর হাতে আনারস তুলে দিয়ে জনসমর্থন জানান দিচ্ছেন এলাকার মানুষজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।