জুমবাংলা ডেস্ক : দেশের বেশকিছু স্থানে আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার আউটলেটে হামলার ঘটনাকে ‘ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল’ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ এপ্রিল) রাতে নিজেদের ফেসবুক ভেরিফাইড পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাটা।
এতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে, বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইল-প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত। তবে বাটা একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পর্ক নেই।
প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।