জুমবাংলা ডেস্ক: দেশের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সম্পর্কে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
গত শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৩ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
বাসের মধ্যেই বেডরুমের সঙ্গে ড্রইং ও ডাইনিং, চলবে ঢাকার রাস্তায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।