জুমবাংলা ডেস্ক : বাড়িওয়ালার পক্ষ থেকে সেরা ঈদ উপহার পেয়েছেন রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের ভাড়াটিয়া আলীমুর রহমান সুফল।
তিনি আজ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার….আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানিনা এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরী একজন প্রকৃত মানুষ হবার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’
রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। এই বাড়িওয়ালার এই হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্যই এই উপহার দিয়েছেন তিনি।
সুফলের দেওয়া ফেসবুক পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই বাড়িওয়ালার ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি দেশে এরকম আরও বাড়িওয়ালা চান তারা।
সিজ্জিল মমতাজ নামে একজন লিখেছেন, ‘ঢাকা শহরের বাড়িওয়ালারা ভাড়াটিয়াকে মানুষ মনে করে না। দুই বছর পরপর ভাড়া বাড়ায়। ৫ তারিখের মধ্যে ভাড়া, সার্ভিস চার্জ না দিলে পাঁচবার লোক পাঠায়। ৯৯ ভাগ অমানুষের মধ্যে একজন মানুষ আছে বলে এখনও পৃথিবীটা সুন্দর।’
সৈয়দ ইবনে রহমত নামে একজন লিখেছেন, ‘একই দুনিয়ার মানুষ, কত রকম যে হয়! একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদানন্দকে বাড়িয়ে দিতে এক মাসের ভাড়াই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এই একই শহরের আরেকজন বাড়িওয়ালার খবর জানি, যিনি তার বাসায় ৮ বছর ধরে বসবাস করা ভাড়াটিয়াকে এক মাসের ভাড়া বকেয়া থাকায় এই ঈদের আগে বাসা ছাড়া করেছেন।’
তানজিদ হোসেন নামে আরেকজন লিখেছেন, ‘এরাই প্রকৃত মানুষ। এদের জন্য মন থেকে দোয়া আসে।’
আলীমুর রহমান সুফল জুমবাংলাকে জানান, ‘ঈদ উপলক্ষে ভাড়া মওকুফের চিঠিটি পেয়ে সত্যি সত্যিই আবেগ আর ধরে রাখতে পারিনি। আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ ধরে রাখতে পারিনি। এ কারণে আজ দুপুরের দিকে চিঠিটিসহ ফেসবুকে পোস্ট করেছিলাম। এটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।