বিনোদন ডেস্ক : ৭৩তম স্বাধীনতা দিবসের সঙ্গে ভারতজুড়ে পালিত হয়েছে রাখি উৎসব৷ সামিল হয়েছেন তারকাও৷ অনেক বলিউড তারকাদের বাড়িতে ধুমধাম করে উদযাপন হয়েছে রাখি৷ তাতে সামিল শাহরুখ খানও৷
মুম্বাইয়ে নেই শাহরুখ কন্যা৷ বাড়ি খালি খালি৷ কিন্তু তা বলে কী রাখি পরবেন না শাহরুখ পুত্র আরিয়ান ও আবরাম? তাও হয় নাকি? গতবারের রাখির ছবি পোস্ট করেছিলেন শাহরুখ৷
শাহরুখ মুসলিম৷ কিন্তু তিনি অন্য ধর্মের উৎসব তিনি পালন করেন সর্বদা৷ তিনি ধর্মনিরপেক্ষ৷ তাঁর বাড়িতে যেমন ইদ পালন হয়, তেমনই হয় দিওয়ালি৷ শাহরুখের স্ত্রী গৌরী হিন্দু৷ তাই নিয়ম মেনে হিন্দুদের সব উৎসবে সামিল হন শাহরুখ পুত্র-কন্যারা৷
তাই এবারও আরিয়ান ও আবরামের হাতে উঠল রাখি৷ সকলেই খুব খুশি৷ দুই ভাই আরিয়ান ও আবরামের হাতে রাখি বেঁধে দিয়েছেন আলিয়া৷ সুহানা নেই তাই এই দায়িত্ব তুলে নিয়েছেন তিনিই৷ তবে ইনি অভিনেত্রী নন, আরিয়ানদের চাচাতো বোন আলিয়া চিব্বা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।