স্পোর্টস ডেস্ক: গেল শনিবার টোকিও অলিম্পিক থেকে ভারতে ফিরেছেন দেশটির স্প্রিন্টার শুভ ভেঙ্কটারমন ও ধনলক্ষ্মী শেখর। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর দুই স্প্রিন্টার ঘরে ফেরার আগেই পেয়েছিলেন রাজকীয় সংবর্ধনা। খবর জিনিউজের।
কিন্তু ধনলক্ষ্মী আন্দাজও করতে পারেননি যে, ঘরে গিয়ে তিনি শুনতে চলেছেন যে, ‘বোন আর নেই’! প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ধনলক্ষ্মী।
ধনলক্ষ্মীর মা ঊষা বড় মেয়েকে ছোট মেয়ের প্রয়াণের খবর দেননি টোকিওতে থাকাকালীন, যাতে মেয়ের ফোকাস না নড়ে যায়। ধনলক্ষ্মীর বোন গায়েত্রী দিদির ক্যারিয়ারের শুরুর দিন থেকে সবচেয়ে বড় সমর্থক ছিলেন। ধনলক্ষ্মী ভারতের মিশ্র ৪x৪০০ মিটার রিলে দলের রিজার্ভ স্প্রিন্টার ছিলেন।
ধনলক্ষ্মী পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টে ট্রায়ালে দারুণ পারফর্ম করেই অলিম্পিক্সের টিকিট সংরক্ষণ করেছিলেন। আশা করেছিলেন পদক নিয়ে ফিরবেন। কিন্তু ভাবতে পারেননি যে, দেশে ফিরলে এই খবর শুনতে হবে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।