রাজধানীর বাড্ডায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রিকশা বিক্রি করতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাড্ডার কাঠালদিয়ায় বসুন্ধরা আবাসিক এলাকার গেটের বিপরীত পাশ থেকে নিহত রিকশাচালক মাসুদ উরফে কাজল (৪২)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোণার দুর্গাপুরে। জীবিকার তাগিদে তিনি রাজধানীর ভাটারার ফাসেরটেক এলাকায় থাকতেন। স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন। কাজল প্রতিদিনের মতোই রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুনবাজারের একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন, তবে আর বাসায় ফেরেননি।
রাতে ওই রিকশা নিয়ে দুই যুবক গ্যারেজে বিক্রি করতে এলে মালিক রিকশাটি চিনে ফেলেন। সন্দেহ হলে জিজ্ঞেসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পেরে তাঁরা রিকশাটিকে নিজেদের বলে দাবি করেন। এ সময় গ্যারেজ মালিক ও এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকেরা স্বীকার করে, তারা কাজলকে হত্যা করে মরদেহ কাঠালদিয়ায় ফেলে রেখে গেছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।