
জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় ক্রিকেট খেলার স্ট্যাম্পের আঘাতে মুশফিকুর আরমান প্রিয় (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাড্ডা বেড়াইদ এলাকার একটি খেরার মাঠে এ ঘটনা ঘটে। আহত মুশফিকুর ওই এলাকার স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র।
আহত মুশফিকের মামা মাকসুদ জানান, তিনদিন আগে একজনের সঙ্গে মুশফিকের ঝগড়া হয়েছিল। সেই তাকে স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করেছে। তার অবস্থা গুরুতর, কথাবার্তা বন্ধ হয়ে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করায় স্কুলছাত্র মুশফিকের অবস্থা গুরুতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


