স্পোর্টস ডেস্ক: ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় বাতিল হতে পারে ইংল্যান্ডের ভারত সফর। আগামী সেপ্টেম্বরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা আছে ইংলিশদের। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, করোনায় এই সফরটি বাতিল হতে চলেছে!
অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও এ বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। শুক্রবার (১৭ জুলাই) সভায় বসার কথা বিসিসিআইয়ের।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিকে ইংল্যান্ডের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে ইংল্যান্ড এই সফরে আসতে চাইবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও জানাচ্ছে একই খবর। তারা দাবি করেছে, স্থগিত হওয়া সফরটি হতে পারে আগামী বছরের সেপ্টেম্বরে।
আরেকটি বিষয়ও এখানে উল্লেখযোগ্য। প্রস্তাবিত সফরটি হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরের শেষ দিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড আবার এই সময়ে আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারেও আগ্রহী। সব মিলিয়ে সিরিজটি না হওয়ার দিকেই ইঙ্গিত মিলছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকেই ক্রিকেটের বাইরে রয়েছে বিরাট কোহলিরা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজটিও পরিপূর্ণভাবে হয়নি। মাঝ পথেই তা পরিত্যক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।